ইন্দোনেশিয়ায় ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। নিখোঁজ আরোহীদের মধ্যে দুই ক্রু সদস্য ও ছয়জন যাত্রী ছিলেন।
সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, হেলিকপ্টারটির সন্ধানে অভিযান চলছে।
দেশটির উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হেলিকপ্টারটি খুঁজে বের করতে দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

ইস্টইন্ডো এয়ারের এই চার্টার হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুতু জানান, নিখোঁজদের খোঁজে সাত দিন ধরে অনুসন্ধান চালানো হবে, আশা করা হচ্ছে সবাইকে নিরাপদে খুঁজে বের করা সম্ভব হবে।