ইউক্রেন নিজেদের ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেবে না : জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন নিজেদের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। খবর আলজাজিরার।
শনিবার (৯ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে জেলেনস্কি বলেন, ইউক্রেন মর্যাদাপূর্ণ শান্তির জন্য প্রকৃত সিদ্ধান্তের জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দেন যে, আঞ্চলিক বিষয়ে সংবিধানের কোনো লঙ্ঘন হতে পারে না। তিনি বলেন, ইউক্রেনীয়রা তাদের ভূখণ্ড দখলদারকে উপহার দেবে না।
ট্রাম্প শুক্রবার (৮ আগস্ট) ঘোষণা করেন, তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে বসবেন। এর কয়েক ঘণ্টা পরেই জেলেনস্কির এই মন্তব্য আসে। রাশিয়ার আক্রমণের পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে ও লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
এই বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফায় আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। তাই নতুন শীর্ষ সম্মেলন শান্তি আনবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
রুশ নেতা পুতিন সম্প্রতি বলেছেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক সম্ভব, তবে এর জন্য সঠিক শর্ত পূরণ করতে হবে। যদিও তিনি শর্তগুলো নির্দিষ্ট করে বলেননি।

ক্রেমলিন এর আগে জানিয়েছিল, ইউক্রেনকে অবশ্যই রাশিয়া অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে, পশ্চিমা দেশগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে ও ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্যপদ থেকে বাদ দিতে হবে।
আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ মস্কো থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তিতে ইউক্রেনে ন্যাটো জোটের উচ্চাকাঙ্ক্ষা বাতিল করার রাশিয়ার দাবি আসলে পূরণ হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।