পাকিস্তানের মধ্যাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের মধ্যাঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২৯ জুন) ভোর ৩টা ৩০ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর এএফপির।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি অগভীর ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।
ভারত ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১৫ সালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জন নিহত হয়েছিল। ২০০৫ সালের ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ মারা যায় এবং ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়, যার বেশিরভাগই পাকিস্তান-শাসিত কাশ্মীর অঞ্চলে।
২০২১ সালে বেলুচিস্তানে আরও এক ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন এবং পাহাড়ি হারনাই জেলায় ভূমিধসে উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল।