সৌদিতে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে কেন ভিন্ন রঙের কার্পেট?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদে আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী লাল কার্পেটের পরিবর্তে ল্যাভেন্ডার রঙের কার্পেট বিছিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছেন ট্রাম্প।
রিয়াদে পৌঁছানোর পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ল্যাভেন্ডার রঙের একটি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়।
সৌদি আরবে মার্কিন প্রেডিডেন্টকে অভ্যর্থনা জানানোর ছবি প্রকাশের পরেই অনেকে মনে প্রশ্ন উঠেছে, চিরাচরিত লাল রঙের পরিবর্তে কেন ভিন্ন রঙের কার্পেট বিছানো হলো? অনেকেই ভাছেন, ক্ষমতাধর ডোনাল্ড ট্রাম্পের জন্যেই হয়তো এমন ব্যতিক্রম আয়োজন করা হয়েছে।
তবে বিষয়টি তেমন নয়, ২০২১ সালে রাষ্ট্রীয় অভ্যর্থনায় কার্পেটের রঙ লাল থেকে ল্যাভেন্ডারে পরিবর্তন করেছে সৌদি সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়, এই রঙ তাদের প্রাকৃতিক ঐতিহ্যের দ্বারা অনুপ্রাণিত।

ট্রাম্পকে অভ্যর্থনার ক্ষেত্রে আরও কিছু ভিন্নতা দেখা গেছে। ২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন সৌদি আরব সফর করেন, তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে দেখা গেল ভিন্ন চিত্র। যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান।