জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু-বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির সময় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
গোপন সংবাদের ভিত্তিতে ওই অঞ্চলে সেনাবাহিনী একটি চিরুনি তল্লাশি অভিযান শুরু করলে সন্ত্রাসীরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গোলাগুলির মধ্যেই ৬ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ান হাবিলদার ঝন্টু আলি শেখ নিহত হন।
জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে (প্রাক্তন টুইটার) এক পোস্টে জানায়, “হোয়াইট নাইট কর্পসের জিওসি ও সব পদবির সদস্যরা ৬ প্যারা এসএফের বীর সেনা হাবিলদার ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি সন্ত্রাসবিরোধী অভিযানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁর ও তাঁর দলের সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি।”

কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যার ঘটনার মাত্র দুই দিন পর এই ঘটনা ঘটল।
ওই হামলায় নৌবাহিনী, বিমান বাহিনী ও ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তাও নিহত হন—এটি সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে বিবেচিত হচ্ছে।
এর প্রেক্ষিতে গতকাল বুধবার (২৩ এপ্রিল) ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনে এবং বেশ কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করে। যার মধ্যে রয়েছে- ৬০ বছরের পুরোনো ইন্দাস পানি চুক্তি স্থগিত, আটারি ল্যান্ড ট্রানজিট পোস্ট বন্ধ করে দেওয়া ইত্যাদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় এবং হামলার দায়ীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।