নতুন বাণিজ্য মধ্যস্থতাকারী নিযুক্ত করল চীন

নতুন শীর্ষ বাণিজ্য মধ্যস্থতাকারী নিযুক্ত করেছে চীন। নবনিযুক্ত লি চেংগাং এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি উপবাণিজ্যমন্ত্রী ওয়াং শোউয়েনের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২২ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মধ্যস্থতাকারী পদে ছিলেন।
আজ বুধবার (১৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান শুল্ক যুদ্ধের মুখে এই পদক্ষেপটি চীনের বৃহত্তর নেতৃত্ব রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে। চীন বারবার বহুপাক্ষিক বাণিজ্যের প্রতি তাদের অঙ্গীকারের ওপর জোর দিয়েছে।

ডব্লিউটিওতে লি চেংগাংয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন এই দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। জেনেভায় চীনের প্রতিনিধি থাকাকালে তিনি ধারাবাহিকভাবে বহুপাক্ষিক বাণিজ্যের পক্ষে কথা বলেছেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় দেশটির অবস্থান রক্ষা করেছেন।