বিশ্বজুড়ে সাইবার আক্রমণ, রক্ষা পাবেন কীভাবে?

বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সাইবার আক্রমণ। গত শুক্রবার একটি ভয়াবহ হামলার রেশ কাটিয়ে উঠতে-না-উঠতেই ফের বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা করছেন প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকরা।
ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল বলছে, শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের দুই লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে। আরো আক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আজ সোমবার সপ্তাহিক ছুটি শেষে ইউরোপ-আমেরিকার কোটি কোটি মানুষ কাজে ফিরবেন। কম্পিউটারের চাহিদাও থাকবে অনেক বেশি। তাই মনে করা হচ্ছে, আজ আরেক দফা সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা।
সাইবার হামলায় আক্রান্ত কম্পিউটার ব্যবহারকারীরা কোনো ফাইল খুলতে পারছেন না এবং সেগুলো আটকে দিয়ে কম্পিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে ‘মুক্তিপণ’ হিসেবে টাকা দাবি করা হচ্ছে।
এ আক্রমণ থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব? সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন বিবিসির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ফক্স।
ক্রিস ফক্স বলেছেন, ‘আপনার কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট বা মোবাইল ফোনে এর প্রস্তুতকারকরা যেসব সফটওয়্যার আপডেট করতে বলেন, তা ঝুলিয়ে রাখবেন না। সঙ্গে সঙ্গে করে ফেলুন। দুই, অচেনা বা অপ্রত্যাশিত কোনো ই-মেইল খুলবেন না, কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। কোনো অচেনা লিংকের ওপর ক্লিক করবেন না। তিন নম্বর হলো পুরোনো অপারেটিং সিস্টেম দিয়ে চলা পিসি আপগ্রেড করে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করুন।’