প্রীতি ম্যাচ খেলতে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়লেন জামালরা

এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নামার আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা টায়ার-১ এর দুটি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দল ঘোষণার পর দুপুরে জামাল-তপুরা নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
সকালে ঘোষিত এই তালিকায় নেই ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী ও কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির শমিত সোম। তবে তাদের না থাকার বিষয়টি আগ থেকেই ধারণা করা হচ্ছিল।
গত শুক্রবার লেস্টারের হয়ে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে খেলার সময় পায়ে চোট পান হামজা। সেই চোট এবং ক্লাবের আগাম ম্যাচ বিবেচনায় তাকে জাতীয় দলের হয়ে না খেলতে পরামর্শ দিয়েছে লেস্টার সিটি।
অন্যদিকে, ক্লাবের ব্যস্ত সূচির কারণে নেপাল সফরে থাকতে পারছেন না শমিত সোমও।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচে যারা ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। তাদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান ।
এছাড়া ইসা ফয়সাল ও মোহাম্মদ ইব্রাহিম ফিরেছেন জাতীয় দলে। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
এশিয়ান কাপ বাছাইপর্বে অক্টোবরে দুটি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটির প্রথমটি ৯ অক্টোবর ঢাকায় এবং পরেরটি ১৪ অক্টোবর হংকংয়ে।
বাছাইপর্বে ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। ৪ পয়েন্ট নিয়েই শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে ভারত।
৬ ও ৯ সেপ্টেম্বরের নেপালের বিপক্ষে দুটি ম্যাচই হবে কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে।
বাংলাদেশ দল
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (সিনিয়র), শাহ কাজেম, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, সুমন রেজা।