শেষ মূহূর্তের নাটকীয়তায় ভারতকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেই শিরেপার লড়াই থেকে অনেকটা ছিটকে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাই ফিরতি ম্যাচটি ছিল প্রতিশোধের লড়াই। সেই কাজটি তারা ঠিকভাবেই করেছে। ম্যাচ শেষে তাই উল্লাস করতেও দেখা গেছে বাংলাদেশের মেয়েদের।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ রোববার (৩১ আগস্ট) নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। জয়সূচক গোল করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সৌরভী আকন্দ প্রীতি। টুর্নামেন্টে ৭ গোল করেছেন তিনি।
ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে মামনি চাকমার ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান পূর্ণিমা মারমা। ভারতের গোলরক্ষক লাফিয়েও বল নাগালে পাননি।
এরপর লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিট পরই সমতায় ফেরে ভারত। ডিফেন্ডারের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশের মেয়েরা। গোলরক্ষক মেঘলা রাণী এক ডিফেন্ডারকে পাস দিলে তার কাছে থেকে বল কেড়ে নেন ভারতের আনুশকা কুমারী। এরপর মেঘলাকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।
এরপর ম্যাচের ৩৪ তম মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান প্রান্ত থেকে পূর্ণিমার বাড়ানো ক্রস ভারতের গোলরক্ষক ও ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি ঠিকভাবে। এরপর ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির শটও প্রতিহত হয় ভারতীয় ডিফেন্ডারের পায়ে লেগে। বল বক্সের একবারে মাঝে চলে আসে। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা আলপী আক্তার ঠান্ডা মাথায় ডান পয়ের শটে বল জালে পাঠান। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে ব্যবধান ৩-১ করেন প্রীতি। এরপর আরও একবার ডিফেন্ডারের ভুলে গোল খায় বাংলাদেশ। ৬৫ মিনিটে ভারতের বাড়ানো এক লং বল বাংলাদেশি ডিফেন্ডার ঠিকভাবে ক্লিয়ার করতে না পারলে পৃতিকা বর্মনের গোলে ব্যবধান কমায় ভারত।
ম্যাচের ৮৮ মিনিটে আবারও সমতায় ফেরে ভারত। গোলরক্ষক মেঘলা এগিয়ে আসলে ভারতীয় খেলোয়াড়ের নেওয়া দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ।
নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় থাকা ম্যাচের রোমাঞ্চ তৈরি হয় যোগ করা সময়ে। ম্যাচের শেষ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শট নেন প্রীতি। ভারতের গোলরক্ষক মুন্নির হাতের মাঝে দিয়ে বল বের হয়ে যায়। এরপর আবারও ঠেকাতে গেলে তা ভারতের একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। রেফারি অবশ্য গোলটি দিয়েছেন প্রীতিকেই। এতেই নাটকীয়তায় ঘেরা ম্যাচে ৪-৩ গোলে জয় পায় বাংলাদেশ।
নারী ফুটবলে বয়সভিত্তিক টুর্নামেন্ট এর আগে শুধু অনূর্ধ্ব-১৭ তেই সাফের শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। এবার যখন নরী ফুটবলের সাফল্যে জয়জয়কার, তখন তারাও ভুটান যায় শিরোপার স্বপ্ন নিয়ে। কিন্তু স্বাগতিক ভুটানের বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করাতেই বাংলাদেশের মেয়েরা শিরোপার স্বপ্ন থেকে ছিটকে গেছে। টুর্নামেন্ট শেষে বাংলাদেশের পয়েন্ট ১৩ এবং ভারতের ১৫। যেকারণে হেরেও শেষ হাসিটা হেসেছে ভারতের মেয়েরা।