অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বুলবুলের পরিবার অস্ট্রেলিয়ায় থাকে। পরিবারের সঙ্গে অবসর কাটাতে দেশটিতে যাচ্ছেন তিনি। জানা গেছে, ফিরতে দু সপ্তাহ সময় লাগবে।
বিসিবিতে আসার আগে বুলবুল অস্ট্রেলিয়াতে থাকতেন। আইসিসির সাবেক কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্ব পাওয়ার পর দেশে ফেরেন। এরপর থেকে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটের উন্নয়ন নিয়ে। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছেন বুলবুল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিভা অন্বেষণ ও বিকাশে আমরা কতটা সমন্বয় করতে পারছি তার ওপর। ক্রিকেটের উন্নয়নের গতি ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন স্পষ্ট লক্ষ্য, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’
আপাতত মাঠের ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। এশিয়া কাপে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে। দলের প্রধান কোচ ফিল সিমন্স আছেন ছুটিতে। অনুশীলন শুরুর পর ফিরবেন তিনি।