রিয়ালের কোচ হতে তৈরি শাবি আলোনসো

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকছেন না কার্লো আনচেলত্তি, ব্যাপারটি এখন অনেকটাই নিশ্চিত। মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জাভি অ্যালোনসো। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ শুক্রবার (৯ মে) একটি ভিডিও প্রকাশ করেছেন রোমানো। রোমানো জানান, মাদ্রিদের কোচ হতে প্রস্তুত অ্যালোনসো। এখন কেবল সময়ের অপেক্ষা।
ভিডিওতে রোমানো বলেন, ‘মাদ্রিদের নতুন কোচ হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পছন্দ একজনই—জাভি অ্যালোনসো। তার কোচ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। বায়ার লেভারকুজেনের (অ্যালোনসোর বর্তমান ক্লাব) পক্ষ থেকে কোনো ঝামেলা নেই। অ্যালোনসোর সঙ্গে বেতন নিয়েও মাদ্রিদের সমস্যা হবে না। ১১ মে এল ক্ল্যাসিকোর পর কার্লো আনচেলত্তি ও মাদ্রিদ বসবে। এরপরই অ্যালোনসোর কোচ হওয়ার ঘোষণা আসতে পারে।’
একই ভিডিওতে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রোমানো। তিনি জানান, ব্রাজিলের কোচ হওয়ার পথে এক ধাপ এগিয়ে আছেন আনচেলত্তি। মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলে যোগ দেবেন ইতালিয়ান এই কোচ।
সব ঠিক থাকলে, চলতি মাস থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। রিয়ালের হয়ে দুই মেয়াদে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের সঙ্গে ব্রাজিলের প্রাথমিক চুক্তি হতে পারে ২০২৬ সাল পর্যন্ত। যদিও, সুযোগ থাকবে ২০৩০ পর্যন্ত মেয়াদ বাড়ানোর।