পাকিস্তানে জাদু দেখাচ্ছেন রিশাদ

রিশাদ হোসেনকে নিয়ে বিশ্ব ক্রিকেটের মাতামাতি অতিরঞ্জিত নয়, সেটা তিনি বুঝিয়েছেন আগেই। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফের নিজের জাদু দেখাচ্ছেন রিশাদ। লাহোর কালান্দার্সের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনি।
তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে লাহোর। যে ম্যাচে হেরেছে দল, সেটিতে খেলেননি রিশাদ। পরের দুই ম্যাচে সুযোগ পেয়ে একদিন নিয়েছেন ৩১ রানে ৩ উইকেট, আরেকদিন ২৬ রানে ৩টি। দুই ম্যাচেই রেখেছেন উন্নতির চাপ।
রিশাদের এমন ছন্দে মুগ্ধ লাহোর কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুকে লাহোর লিখেছে— ‘স্পিনের জাদু! রিশাদ হোসেন গ্রহণ করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকাররির ক্যাপ। ফজল মেহমুদ ক্যাপ পরা রিশাদ এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।’
রিশাদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরিয়ার নাফিস। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের বর্তমান ইনচার্জ নাফিস লিখেছেন—‘রিশাদের পাকিস্তান জয়...’
ভিনদেশের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি একজন লেগ স্পিনার, যেখানে নিজ দেশেই এতদিন ছিল লেগ স্পিনারের খরা। সেই জায়গা থেকে রিশাদ দিন দিন সম্পদেই পরিণত হচ্ছেন, যেমনটা বলে আসছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।