চট্টগ্রাম আবাহনীর ইতিহাস গড়া শিরোপা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বরাবরই একটি মাঝারি মানের দল ছিল চট্টগ্রাম আবাহনী। তাই এর আগে কখনোই কোনো ঘরোয়া আসরের ফাইনালেও উঠতে পারেনি তারা। সেই দলটি কিনা এবার মৌসুম-সূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে।
অবশ্য চট্টগ্রাম আবাহনী এবার ভালো মানের দল গড়েছে। দেশের বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা। তার ফলও পেয়েছে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলে। তাই চট্টগ্রামের দলটি গড়েছে ইতিহাস।
শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনীকে। বন্দরনগরীর দলটির জয়ের নায়ক হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স ও রুবেল মিয়া। দুজনে একটি করে গোল করেন।
ম্যাচের ৫৫ মিনিটে লক্ষ্যভেদ করে চট্টগ্রাম আবাহনী। স্ট্রাইকার রুবেল মিয়ার পাস ধরে হাইতির ফরোয়ার্ড প্রিয়াক্স ঢাকা আবাহনীর গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত থেকে ডান পায়ের প্লেসিং শটে জালে জড়ান বল।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বন্দরনগরীর দলটি। সতীর্থ মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার পাসে থেকে বল পেয়ে চমৎকার শটে রুবেল মিয়া জড়ান বল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় চট্টগ্রাম আবাহনী শিরোপার উল্লাসে মেতে ওঠে।