৫৯ শতাংশ কোম্পানির দরপতন, মূলধন কমল ২১২১ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক পতনে আজ সোমবারের (২১ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৫৮ দশমিক ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার বাজারে মূলধন কমেছে দুই হাজার ১২১ কোটি টাকা। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়ে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১১ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে সূচক পতনে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২৯ দশমিক ৫২ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪ দশমিক ৮৫ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক আট দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ দশমিক ৫১ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৩ দশমিক ৩৬ পয়েন্টে।
আগের কর্মদিবস রোববার (২০ এপ্রিল) লেনদেন হয়েছিল ৩৫১ কোটি আট লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৫৯ কোটি চার লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৭ হাজার ২৯ কোটি ৬০ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৬৯ হাজার ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৩২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৩১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১০ কোটি ৩৭ লাখ টাকা, উত্তরা ব্যাংকের আট কোটি ৩৯ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের সাত কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ছয় কোটি ৫৯ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ছয় কোটি ৪৯ লাখ টাকা, ফাইন ফুডসের ছয় কোটি ৩৮ লাখ টাকা এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ছয় কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।