বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনে ইবির প্রশাসন ভবন অবরোধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফি বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা নতুন নাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EST) করার দাবিতে সব ব্যাচের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে।
এসময় ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীরা ‘একশন একশন, ডাইরেক্ট একশান’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘নাম চেঞ্জ নিয়ে বাহানা, মানি না মানবো না’; ‘বিভাগের নাম পরিবর্তন, করতে হবে করতে হবে’; ‘জি ই না ইএসটি, ইএসটি ইএসটি’; ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’; ‘সেশনজটের প্রহসন, মানি না মানবো না’; ‘পরীক্ষা কমিটির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আট মাসের প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি পেশ করা হয়। শিক্ষার্থীরা জানান, বিভাগ চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেওয়া হলেও ভর্তির পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। তারা দীর্ঘদিন ধরে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কোনো সুস্পষ্ট সমাধান দিতে পারেনি।