ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘ওদের তো সংঘর্ষ লাগার কারণ কে কাকে কী বলেছে, কে কী করতে পারবে। প্রেম, আধিপত্য বিস্তার এসব।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে দুই কলেজের শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই সমস্যা সমাধানের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আশা করছি, তারা একটা সুষ্ঠু সমাধান করবেন।’
এর আগে গতকাল সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার খবর ও ভিডিও ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত দেখুন ভিডিওতে...