সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় ইনস্টিটিউট থেকে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শহরের রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া প্রমুখ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং কারিগরি শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতি দেওয়ার রায় বাতিলের দাবি জানান।