এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

এনবিআরের প্রথম সচিব (মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবা) তানজিনা রইস। ফাইল ছবি
অসদাচরণ ও পলায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত ও জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তানজিনা রইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতাপ্রাপ্ত হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, কর্মস্থলে টানা চার মাসের বেশি সময় অনুপস্থিত থাকার অভিযোগে আরও দুইজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।