অবরোধে যান চলাচল বন্ধ, ঢাকা-খুলনা মহাসড়ক যেন ক্রিকেট মাঠ

নির্বাচন কমিশনের সংসদীয় সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-ফরিদপুর মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এই অবরোধের সুযোগে স্থানীয় ক্রিকেট খেলোয়াড়রা মহাসড়কে মেতে উঠেছেন ক্রিকেট খেলায়।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা ও ঢাকা-ফরিদপুর মহাসড়কে সকাল থেকে এই চিত্র দেখা গেছে। অবলীলায় তারা একের পর ছক্কা ও বাউন্ডারি হাঁকাচ্ছেন মহাসড়কে। দেখে মনে হতে পারে এ যেন ক্রিকেট খেলার এক বিশাল বড় লম্বা মাঠ। এসময় অবরোধকারীরা ক্রিকেট খেলা উপভোগ করেন এবং হাততালিসহ বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছেন।
এ বিষয়ে খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা বলেন, এটা একটি অভিনব প্রতিবাদ। আমাদের অঞ্চল অন্যদের উপজেলায় নিয়ে যাবে এটা কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। আজকে এলাকার বড় ভাইয়েরাসহ সকল শ্রেণিপেশার মানুষ নেমে এসেছেন রাস্তায়। আর এ কারণেই আমরা মহাসড়কের সুযোগ পেয়েছি ক্রিকেট খেলার। এই খেলার মাধ্যমে আমরা একটি অভিনব প্রতিবাদ করছি যে আমরাও আছি আপনাদের সাথে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা খেলোয়াড়েরাও এর সাথে যুক্ত থাকব।
সম্প্রতি নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাস করায় ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে।
নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা।
আর এই সুযোগেই অবরোধকারীরা রাস্তা ফাঁকা পেয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বিশ্বরোড এলাকায় ক্রিকেট খেলা শুরু করেন।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জাজামান জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রায় সাত ঘণ্টা ঢাকার সাথে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অবরোধকারীরা। পরে তিন দিনের আলটিমেটামের আশ্বাসে ওই দিন সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করেন তারা।