হাতিতে চড়ে প্রধান শিক্ষকের বিদায়

শিক্ষকের পা ছুঁয়ে সালাম করছেন কেউ, কেউ বা আবেগে জড়িয়ে ধরে কাঁদছেন। আবার কেউ দাঁড়িয়ে আছেন নীরবে, হাতে ফুল, চোখে অশ্রু। এরপর একদল শিক্ষার্থী হাতির পিঠে চড়িয়ে দেন প্রিয় শিক্ষককে। হাতিটি চলতে শুরু করলে চারপাশে ঘিরে এগিয়ে যান শিক্ষার্থীরাও।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর ধামইরহাটে এভাবেই হাতিতে চড়িয়ে শিক্ষার্থীরা বিদায় জানিয়েছেন ৪০ বছর ধরে স্কুলে পাঠদান করা প্রিয় প্রধান শিক্ষক এস এম খেলাল ই রাব্বানীকে।
নওগাঁ জেলায় বারবার প্রথম স্থান অর্জনকারী চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে পূর্ব বাজারে নিজ বাড়িতে থাকেন। তাঁর এমন রাজকীয় বিদায় দেখার জন্য স্কুল থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে ভিড় জমায় শত শত নারী-পুরুষ। এর আগে সকালে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী বলেন, জেলার পাশাপাশি সারা দেশে আমাদের বিদ্যালয়ের নাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, তারা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন। বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হারুন আল রশীদ বলেন, স্যার ১৯৮৭ সালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। ৬ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন। স্যারের পরবর্তী অবসর জীবনের সাফল্য কামনা করছি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গনি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমানসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।