ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

সাবেক পুলিশ সদস্য হাবিবুর রহমান। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য হাবিবুর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বল্লভপুর গ্রামের আব্দুল আহাদ ভূইয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস এনটিভি অনলাইনকে বলেন, চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ৪০ নম্বর এজহারভুক্ত আসামি ছিলেন হাবিবুর রহমান। তিনি ২০২০ সালে অবসরে যান। তাকে আদালতে সোপর্দ করা হবে।