মেয়ে ঘুম থেকে উঠে বিছানায় দেখে মায়ের নিথর দেহ, রশিতে ঝুলছে বাবা

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৫৫) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী ও তাদের ছোট দুই মেয়ে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে, তার মা বিছানায় নিথর অবস্থায় পড়ে আছেন ও বাবা গলায় রশি দিয়ে ঘরের তীরে ঝুলছেন। মেয়েটি চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। পরে তারা ঘটনাস্থলে এসে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতের কোনো এক সময় স্ত্রী মোমেনা বেগমকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল হাই বাবু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি মিন্টু রহমান আরও বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।