‘ব্যাগে করে শুকনো খাবার-পানি নিয়ে এনেছি’

সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছায় ২২ থেকে ২৫টি বাস। সেখান থেকেই হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন গাইবান্ধার সাদুল্যাপুরের কয়েকশ জামায়াত কর্মী। তাদের একজন এয়াকুব আলী।
তার সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের। তিনি বলেন, ‘আমরা রাতেই রওয়ানা করেছি। সকালে এসে পৌঁছেছি। আমাদের সবাই ব্যাগে করে শুকনা খাবার, পানি, খেজুর, জায়নামাজ নিয়ে এসেছি।’
এয়াকুব আলী আরও বলেন, আমাদের সবার ডেলিকেট ফি ছিল। সবাই নিজেদের খরচ দিয়ে এসেছি। সংগঠনের ওপর চাপ কমাতে আমরা নিজেদের খরচ নিজেরা দিয়েছি।

একই কথা জানান নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আসা আব্দুল হাই। তিনি বলেন, ‘আমরা ফজরের আগেই পৌঁছে গেছি। দলীয় নির্দেশনা ছিল— সবাই যেন ব্যাগে করে পানি, শুকনো খাবার, এক্সট্রা এক সেট জমা ও প্রস্তুতি নিয়ে আসে। আমরাও তাই সেভাবে প্রতুতি নিয়ে এসেছি।’
উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ৭ দফা দাবিতে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে। যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দুপুর ২ টায় শুরু হবে এর আনুষ্ঠানিক কার্যক্রম।

এর আগে সকাল ৯টা আগেই সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশে প্রায় এক কিলোমিটারের বেশি কানায়া কানায় পূর্ণ হয়ে যায় দলীয় নেতাকর্মীতে। সকাল থেকে চলে সংস্কৃতি অনুষ্ঠান।