দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়েই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই আদেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বেঞ্চ সহকারী (পেশকার) জাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে সম্রাট উপস্থিত না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তিনি আরও জানান, এ মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানির জন্য প্রস্তুতি না থাকায় সম্রাটের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত শুনানি শেষে সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন এবং অভিযোগ গঠন করেন।
নথি থেকে জানা গেছে, সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলার সময় ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। এই মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
অভিযোগে আরও বলা হয়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা এবং অবৈধ কার্যক্রমের মাধ্যমে এই বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন।