৯ টাকার ঔষধ ৮০ টাকায় বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এনটিভি
কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় সাহা মেডিকেল হল নামের একটি ঔষধের দোকানে ৯ টাকা দামের একটি ঔষধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া।
কাউসার মিয়া জানান, রোববার (১৩ জুলাই) নগরীর রাজগঞ্জ এলাকার সাহা মেডিকেল হলে ৯ টাকা মূল্যমানের গ্লুকোজের অভাব দূর করার ইনজেকশন ডেক্সট্রোজ ৮০ টাকায় বিক্রির একটি অভিযোগ পান৷ পরে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভবিষ্যতে আরও সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।