১৬০ মিলিমিটার বৃষ্টিতে ডুবেছে বরিশালের বিভিন্ন সড়ক

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) বরিশালে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে।
টানা বৃষ্টির কারণে নগরীর নবগ্রাম রোড, বগুড়া রোড, অক্সফোর্ড মিশন রোডসহ বেশ কয়েকটি প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে গেছে। কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বরিশাল নদীবন্দরে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ।
বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। আশা করি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।