সংস্কারহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘জনগণের আস্থা ফেরাতে আগে প্রয়োজন নির্বাচন ব্যবস্থা, বিচার ও প্রশাসনিক কাঠামোর সংস্কার। সংস্কারবিহীন নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।’
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর মহল্লায় গোলাম মোস্তফা নামের এক কর্মীর কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ফয়জুল করীম।
গত ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে পার-গুরুদাসপুর এলাকা থেকে গিয়েছিলেন সংগঠনের কর্মী গোলাম মোস্তফা। পেশায় রাজমিস্ত্রি হলেও তিনি ছিলেন সংগঠনের একজন সক্রিয় কর্মী। সমাবেশ শেষে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে নিজ গ্রাম পার-গুরুদাসপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে নিহত গোলাম মোস্তফার পরিবারের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নগদ এক লাখ ৬০ হাজার টাকা তুলে দেন মুফতি ফয়জুল করীম।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘গোলাম মোস্তফা ইসলামের পথে নিজেকে সবসময় নিবেদিত রেখেছিলেন। দিনমজুর হয়েও তিনি ঢাকায় গিয়ে সমাবেশ সফল করতে অংশ নিয়েছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের পাশে সর্বদা থাকব।’
ফয়জুল করীম আরও বলেন, ‘ইতিপূর্বে পরিবারটিকে দলের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করা হবে।’
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।