অগ্রিম আয়কর ভীতি দূর করা উচিত : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘জনগণের কাছে এআইটির (অগ্রিম আয়কর) বিষয়ে সঠিক ধারণাটা পৌঁছানো হয়নি। সরকারের উচিত এই এআইটি ভীতি দূর করা।’
২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর তেজগাঁও স্টুডিওতে অনুষ্ঠিত এনটিভির ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ড. আবদুল মঈন খান।
ড. মঈন খান বলেন, ‘ডাবল টেক্সসেশন বন্ধ করলে সরকারের ভয় পাওয়ার কিছু নেই যে, তাদের রেভিনিউ কমে যাবে। যেখানে কনভেনশনাল রেভিনিউ আছে, কেন আমরা কালেকশন করছি না? সেখানে কালেকশন করতে হবে।’
বিএনপিনেতা মঈন খান বলেন, ‘আমাদের (রাজনীতবিদদের) দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন রাখতে হয়। সবাইকে নিয়ে কাজ করতে হয়। রাজনীতিবিদদের কাজ হচ্ছে সবাইকে সম্বনয় করা। টেক্স বাড়ানো কমানোর আলোচনা হচ্ছে।’
এ সময় ড. মঈন খান এআইটি নিয়ে পরিষ্কার ধারণা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এআইটি ভীতিটা কমানো উচিত। এআইটি মানে টেক্স বাড়ানো নয়। এতে শুধু বছরের শুরুতে টেক্স কেটে নেওয়া হয়। এই বলে শেষ করব, আমাদের যেটা করতে হবে সেটা হলো—টেক্স ম্যানেজম্যান্ট (কর ব্যবস্থাপনা) সঠিক করা দরকার।’