কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে নিহত ২

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে উপড়ে পরা গাছের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ মে) বেলা ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে মো. সজীব (২৩) ও একই ইউনিয়নের মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।
নিহত সজীবের চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় সজীব গরুর খাবারের জন্য ফসলি মাঠে ঘাস কাটতে গিয়েছিল। হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের তাণ্ডবে গাছটি উপড়ে গিয়ে সজীবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে সুরুজের ভাতিজা রাসেল জানান, মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সময় একটি বড় গাছের ডাল আকস্মিকভাবে সুরুজ মিয়ার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সুরুজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, নিহতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে দাফনের জন্য কিছু সহযোগিতা করা হয়েছে। পরে আবার তাদের আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।