আ.লীগকে নিষিদ্ধ না করলে যমুনায় যেতে বাধ্য হব : মুখপাত্র

জুলাই ঐক্যের মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি : এনটিভি
জুলাই ঐক্যের মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ‘আমাদের আন্দোলন চলবে, আওয়ামী লীগকে আজকের মধ্যে নিষিদ্ধ না করলে আমরা আবারও যমুনায় যেতে বাধ্য হব।’
আজ শনিবার (১০ মে) রাত ১০ টার দিকে এনটিভিকে এসব কথা বলেন মোসাদ্দেক আলী।
মুখপাত্র মোসাদ্দেক আলী বলেন, ‘আমরা এখন উপদেষ্টাদের মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা শুনতে পেয়েছি, একটা দল পেছন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য ইন্ধন দিচ্ছে। যদি এমন হয়, তাহলে আমাদের অবস্থানও সে দলের বিপক্ষে হবে।’
এর আগে শনিবার বিকেল তিনটায় শাহবাগে গণজামায়েত কার্যক্রম শুরু হয়। রাত ৯টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা যমুনা অভিমুখে মার্চ করার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।
এদিকে, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।