ঝিনাইদহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার আনসার আলী। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জে ৬৯ পিস ইয়াবাসহ আনসার আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক কাশিপুর গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাশিপুর রেলগেটে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬৯ পিস ইয়াবাসহ আনসার আলীকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম হাওলাদার আরও জানান, পুলিশ পরিদর্শক (এসআই) রানা প্রতাপ বাদী হয়ে গ্রেপ্তার আনসারের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।