খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডা. জুবাইদা, আইজিপির কাছে চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন। তার সফরসঙ্গী হিসেবে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন তিনি।
ডা. জুবাইদা রহমানের চার স্তরের নিরাপত্তা চেয়ে গত ৩০ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি দিয়েছে বিএনপি।
চিঠিতে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জুবাইদা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তাঁর পৈত্রিক বাসভবন ‘মাহবুব ভবনে’ থাকবেন।

চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত সকরতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে :
১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ। ২. গাড়িসহ পুলিশ প্রটেকশন। ৩. বাসায় পুলিশ প্রহরা ও ৪. বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপন।