সন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন থেকে পাঁচটি ইউনিয়নকে রক্ষার দাবিতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল এলাকায় নদীতীর ঘেঁষে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কাইয়ুম খান, উপজেলা যুবদলের সদস্য মো. আনিচুর রহমান, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, মো. ছরোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক মল্লিকসহ আরও অনেকে।
তারা জানান, সন্ধ্যা নদীর ভাঙনের কবলে পাঁচটি ইউনিয়নের লোকজন। প্রতি বছর বন্যা ও এর পরবর্তী সময়ে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানুষ অসহায় হয়ে পড়ছে, অথচ এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়বে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, জনগণের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।