সদরঘাট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জের হত্যা মামলার আসামি মো. কাল্লু পারভেজকে (২৮) রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম হাসান সরদার বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি কেরানীগঞ্জের মালঞ্চ গ্রামের বাসিন্দা। ইতোমধ্যে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শামীম হাসান সরদার আরও বলেন, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় কেরাণীগঞ্জ মডেল থানা ভাড়ালিয়া এলাকার বাসিন্দা মো. হাসানের (২৬) সঙ্গে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ ও তার সঙ্গীরা হাসানকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসান চিকিৎসারত অবস্থায় মারা যান।
এ ঘটনায় হাসানের বাবা বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিষয় জানাজানি হলে আসামি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে র্যাব-১০ অভিযান চালিয়ে আজ সকালে তাকে গ্রেপ্তার করে।