সরকারি বস্তা পাল্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি, থানায় মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি বস্তা পাল্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় এ মামলা করা হয়। মামলায় আসামি করা হয়েছে মো. মোস্তাফা (৪০) নামে এক ব্যক্তিকে। এই ব্যক্তি কালোবাজারি বলে জানান থানায় কর্তব্যরত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সম্রাট।
মামলায় বাদী হয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাহবুবুল আলম।
এর আগে গত সোমবার রাতে চালগুলো আটকের ঘটনা ঘটে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া সড়কে। চালের ট্রাক দেখে স্থানীয়রা চাল নিতে বাধা দিলে চালক পালিয়ে যান। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকভর্তি চালগুলো জব্দ করে থানায় নিয়ে নিয়ে আসেন। চালের পরিমাণ চার হাজার ৪৫০ কেজি (১৭৮ বস্তা)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজির) চাল বিক্রির কার্যক্রম চলছে। প্রতি মাসে খাদ্য বিভাগের তালিকাভুক্ত ক্রেতাদের কাছে এসব চাল বিক্রি করার কথা। কিন্তু বেশির ভাগ চাল নির্ধারিত ক্রেতাদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।
লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে সরকারি বস্তা পাল্টিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে এসব চাল রাতের আঁধারে পাচার করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ডিলার মো. রিপন মিয়ার কালিয়াপাড়া বাজারের দোকান থেকে চালগুলো কিনেছেন কালোবাজারি মো. মোস্তফা।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ২৫ কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করার ঘটনায় আজ বিকেলে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।