আগে দাবি জানালে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ত, এখন সংবেদনশীলভাবে দেখা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার বিষয়ে বলেছেন, সরকার এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং এটি যাতে না ঘটে তার জন্য পরিকল্পনা রয়েছে। আগের অস্থির পরিবেশ রাতারাতি ঠিক হবে না। আগে দাবি উত্থাপনকারীদের সুযোগ না দিয়ে রাষ্ট্র তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। এখন এমন ব্যবস্থা হয়েছে যেখানে সাধারণ মানুষ মনে করে তারা তাদের কথা বলতে পারবে। তাদের দাবির প্রতি সংবেদনশীল থেকে আইন ও নিয়মের মধ্যে যুক্তিসঙ্গত সমাধানের চেষ্টা করা হবে।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
কুয়েটের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানান, সকালে তিনি সেখানে গিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন অংশীদারদের সঙ্গেও কথা হয়েছে। কুয়েটের পরিস্থিতি নিরসনে একটি কমিটি করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের আলোকে সরকার বিবেচনা করবে।
শিক্ষার্থীদের অনশন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গরমের মধ্যে কয়েকজনের অসুস্থ হওয়ার কথা বিবেচনা করে তাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এ সময় ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মো. ইনজামুল হক, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, স্থানীয় সরকার ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা উপদেষ্টা ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ‘আগামীর শিক্ষা : প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।