হাসপাতালের পেছনে নবজাতকের মরদেহ খুঁজে পেল কুকুর!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের পেছনে দুটি কুকুর একটি ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল। এ সময় ব্যাগ থেকে বেরিয়ে আসে এক নবজাতকের মরদেহ। থমকে যান পথচারীরা। মুহূর্তের মধ্যে চারিদিকে শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটে আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, আজ বুধবার বিকেলে হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পেছনে দুটি কুকুর একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল। এ সময় ব্যাগটি থেকে সদ্য ভূমিষ্ট এক শিশুর মরদেহ বেরিয়ে আসে। পথচারীরা এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
মৃদুল দাস আরও বলেন, গত দু-একদিনের মধ্যে তাদের হাসপাতালে কোনো শিশু ভূমিষ্ঠ হয়নি। এই শিশুটি কোথা থেকে এলো তা তাদের জানা নেই।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটির ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মচারী বলেন, উপজেলা হাসপাতালের কোয়ার্টারে যেসব নার্সরা থাকেন তারা প্রায়ই অবৈধ গর্ভপাত করান। এ ছাড়া হাসপাতালের আশপাশের অনেক ক্লিনিকেও অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে। এদের বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।