কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিনগত রাতে শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’-নামে আয়োজিত কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অবরোধের কারণে শাহবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ঘোষণা দেন, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন ও ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।
বুধবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে।
এদিকে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এর পর থেকে শিক্ষার্থীরা উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।