টেকনাফে অপহরণকারী দলের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত ১

টেকনাফে সোমবার গোলাগুলিতে আহত মোহাম্মদ রফিক। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযান চলাকালে অপহরণকারী দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রফিক (২৭) নামে অপহরণকারী দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ৭টার দিকে খারাংখালী মহেশখালী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আজ সন্ধ্যায় ওই এলাকায় অপহরণকারী দলের অবস্থানের খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় অপহরণকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।’
ওসি আরও জানান, ‘এসময় অপহরণকারী দলের সদস্য রফিক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।’