৪৫ লিটার চোলাই মদসহ নারী আটক

ঝিনাইদহে সোমবার ৪৫ লিটার চোলাই মদসহ আটক শিখা রানী। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। আটক শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী।
আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যায় যৌথ বাহিনীর অভিযানে শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ৫০টি ৫০০ মিলিলিটারের বোতলে ২৫ লিটার ও ১০টি দুই লিটারের বোতলে ২০ লিটার চোলাই মদ ছিল।
এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক শিখা রানীকে আদালতে প্রেরণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।