এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সদ্য মা হওয়া পাগলীর পাশে ইউএনও

এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সদ্য মা হওয়া পাগলী মাহমুদা খানমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে মাহমুদা খানমের সিতাইকুন্ড গ্রামের বাড়িতে নবজাতক সন্তানকে দেখতে যান ইউএনও।
ইউএনও মাহমুদা খানম ও তার নবজাতক সন্তানকে খাদ্যসামগ্রী, ওষুধ, প্রসাধনী, বিভিন্ন ফল, শিশুখাদ্য ও পোশাক উপহার দেন। এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী উপস্থিত ছিলেন।
ইউএনও মো. মঈনুল হক বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ওই নারী ও তার সন্তানকে দেখতে আসি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নারীকে তিন মাসের খাদ্য, নবজাতক শিশুর জন্য শিশুখাদ্য, পোশাক, প্রসাধনী ও ওষুধ দিয়েছি। ওই নারীর বসতঘরটি জরাজীর্ণ থাকায় খুব শিগগিরই একটি নতুন ঘর ও স্বামী পরিত্যক্ত ভাতা করে দেওয়া হবে।