স্ত্রীসহ ডিজিএফআইয়ের সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের কারণে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক এবং তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আজিজুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট হামিদুল হক সস্ত্রীক দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আদালত দুদকের এই আবেদন মঞ্জুর করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।