রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায় : শাজাহান খান

রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায় বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। আজ সোমবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হলে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে সকালে তাকে আদালতে আনা হয়। এরপরে শাহজাহান খানকে হাজত খানায় রাখা হয়। পরে সকাল সাড়ে ১০টায় হাজতখানা থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আনা হয় তাকে। আদালতে আনার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
এসময় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই নির্বাচন করবো।’ হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’ এ সময় তিনি আবারও বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।’ গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর দিনগত রাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।