ইস্টার সানডে উপলক্ষে এমরান সালেহ প্রিন্সের শুভেচ্ছা বিনিময়

নাচ, গান, বৃক্ষরোপণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ রোববার (২০ এপ্রিল) সকালে ইস্টার সানডে উপলক্ষে এসব এলাকার বিভিন্ন গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময়, বৃক্ষরোপণ এবং উপজাতিদের ঐতিহ্যবাহী নাচ ও গান উপভোগ করেন।
আজ সকালে ধোবাউড়ার ভালুকাপাড়া চার্চে পৌঁছালে গির্জার ফাদার প্রবেশ রংমা তাঁকে স্বাগত জানান। গির্জায় প্রার্থনা শেষে এমরান সালেহ প্রিন্স ও ফাদার প্রবেশ রংমা সমবেত গারো নারী পুরুষের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময় এমরান সালেহ প্রিন্স সবাইকে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নিজের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপি ধর্মবান্ধব দল, ধর্মান্ধ নয়।
বিএনপির ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তারেক রহমান ও বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে সবার আস্থা ও সমর্থনের প্রতিদান দেবে।’
এ সময় ভালুকপাড়া প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবৎ, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শেল চিছাম, উপজাতি নেতা হারুন বংদি, সুবীর হাগিদক, ফরিদ স্নালসহ ২৭টি গ্রামের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।