জামালপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা কারগারে

যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমন। ফাইল ছবি
জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনকে (৩৭) কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে তাকে জেলা আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শনিবার (১৯ এপ্রিল) মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ।
গ্রেপ্তার সুমন আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং আদ্রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি গুজামানিকা এলাকার বাসিন্দা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আরিফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।