ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ

ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। পররাষ্ট্র সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনজীবী বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সুবিধা, বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে উচ্চ প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।
আজিজুল হক আরও বলেন, ভারত এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল হোক।