রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালীতে বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা। ছবি : এনটিভি
নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার (১৬ এপ্রিল) ভোরে বেগমগঞ্জের চৌমুহনী-লক্ষীপুর সড়কের জালাল মিয়ার গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার ফাজিলপুর গ্রামের জসীমউদ্দীনের ছেলে মো. সজীব (১৮) ও একই উপজেলার কেন্দুর বাগ এলাকার মো. শাহ আলমের ছেলে শাকিব (১৯)।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভোরে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক বালু বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকের দুই সহকারী নিহত হৎন। এ সময় আহত হন আরও একজন।