ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জামালপুরে ছেলে মো. মঞ্জুরের ছুরিকাঘাতে মা মঞ্জিলা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন শেখ ফরিদ (৪৫) নামের এক ব্যক্তি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের হাট চন্দ্রা ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার বাসিন্দা তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনায় আহত শেখ ফরিদ (৪৫) একই জেলার বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঞ্জিলা বেগম বাড়ির পাশে থাকা একটি গাছ শেখ ফরিদ নামের এক ব্যক্তির কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন। সকালে শেখ ফরিদ গাছ কাটতে এলে দাম নিয়ে কথা কাটাকাটি শুরু হয় মঞ্জু, তার মা মঞ্জিলা বেগম ও শেখ ফরিদের মধ্যে। একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন মঞ্জু। তিনি হঠাৎই ধারালো ছুরি নিয়ে শেখ ফরিদের ওপর হামলা চালান। ছুরিকাঘাতে রক্তাক্ত হন ফরিদ। এ সময় তার মা মঞ্জিলা বেগম ছেলেকে থামাতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন মঞ্জু। এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা বেগম।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঞ্জুকে আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মঞ্জু একজন মাদকাসক্ত।