পহেলা বৈশাখে লাঠিখেলা ও বিএনপির আনন্দ শোভাযাত্রা

পহেলা বৈশাখ উপলক্ষে লাঠিখেলা। ছবি : এনটিভি
পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে এ লাঠিখেলার আয়োজন করা হয়।
নববর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লাঠিখেলার দল। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংগীতের তালে তালে প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি-কৌশল, যা উপভোগ করে স্থানীয় জনতা।

পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রা। ছবি : এনটিভি
এদিকে, সকাল ১১টার দিকে বিএনপির ঝিনাইদহ জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শোভাযাত্রাটিতে বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেয়। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।