ময়মনসিংহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল, লিফলেট বিতরণ

ময়মনসিংহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল। ছবি : এনটিভি
বিএনপির ডাকা দুদিনের হরতাল সমর্থনে এবং ডামি নির্বাচন বর্জনের পক্ষে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ঈশ্বরগঞ্জে উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম মনির নেতৃত্বে উপজেলার আঠারবাড়িতে সরিষা ইউনিয়নের মহেশপুর বাজারে মিছিল করে। পরে লিফলেট বিতরণ করা হয়। সন্ধ্যায় বিভাগীয় শহরের আকুয়া গরু খোয়ার এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন মহানগর যুবদলের নেতারা।
আজ দুপুরে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়া ও দত্তের বাজার এলাকায় মিছিল, লিফলেট বিতরণ করা হয়। এ সময় গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।